Thursday, March 29, 2018

পথশিশু


পথশিশু
মাহবুব বিন হাবীব
এক ফোঁটা ঘাম
চকচকে পানি রঙ্গের
যেন ছোট্ট একটা মুক্তো দানা।
টুপ্ করে ঝরে পড়ল ছোট্ট কপাল বেয়ে
তবুও হামাগুড়ি থামেনা।

উড়ে আসে কাক
সংকুচিত হয়ে আসে ছোট্ট চোখের মনি,
কালো বিন্দুতে ভয়ের মিছিল এক ঝাঁক!

এই বুঝি নিয়ে গেল রুটির টুকরোটা!
উলটে যায় অপটু হামাগুড়ি
কেঁদে উঠে শিশুটা।

পাশ্ দিয়ে চলে যায় চকচকে জুতো,
পালিশ করা।
উপরতলার মানুষ ওরা ।

ছোট্ট মুখে ছিটকে উঠা বালির সুড়সুড়ি!
কান্নার ব্যার্থতায় আবার প্রাণান্ত চেষ্টা।
তারপর যখন,
ছোট্ট হাতের মুঠোয় আবার বাসি-ছিন্ন রুটি
ঝরে পড়তে পড়তে হাসে শেষ ঘাম ফোঁটাটা।
তোমাকে অভিনন্দন হে রুটির টুকরা!

No comments:

Post a Comment

মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা

"এক জাতি, এক ভূমি"- এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ্‌ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায় সেই একই ...

জনপ্রিয় পোস্টসমূহ