"তোমাকে" বলতে একটি অদৃশ্য স্পর্শকাতর শব্দ
অন্তরে অন্তস্হলে বেড়ে উঠা নিঃশ্বাসে হৃদয়ের ভাষা
ছোট্ট শব্দের ভয়ঙকর অনুভূতি তবুও সুখের ছন্দ
আমি তোমায় ভালবাসি।
বড় ভয় হয়
যতই বলি মানুষই সেরা অর্থের দুনিয়ায়
তবুও থেকে যায় সন্দেহের বিষ মানবের হৃদয়ে
ভাবি এক বার বলব তোমায়, ফের মন পিছু টানে
আমি ভালবাসি তোমায়।
বড় ভয় হয়
দীর্ঘ জীবনের সঙ্গী তুমি হবে কি আপন
করি পণ যা হবার তা হবে নিয়তি যারে কয়
হয় যদি বদনাম হউক না আরো তবু আশাহত নই
বলব ভালবাসি তোমায়।
বড় ভয় হয়
কোন ভাষায় শুরু করি যদি মনে লাগে কষ্ট
শিশু হতে কৈশরে জাগেনি আশা ভাবিনি কখনও, যৌবনে
বলতে হবে এই তোমাকেই লুকায়িত স্বপ্নের রাণী
তুমি,ভালবাসবে কি গো আমায়।
বড় ভয় হয়
যদি আসে কাল বৈশাখীর ঝড় ভেঙ্গে দেয়
যদি তোমার হৃদয়ে বাসা বাধে অন্য সূখের ঘর
আর যদি ভাবো এ আমি কেমন স্বার্থপর দ্বিধায় রই
বলবো কি তোমায় ভালবাসি বার বার।
বড় ভয় হয়
যদিও চোঁখের চাহনি তোমার আমারি কথা কয়,দেখি
আমার প্রতি তোমার প্রবল আর্কষনের অপরিসীম টান,
ভেবেছি বহুবার এ কি যথেষ্ট নয়,তোমার মন বুঝবার
বলব কি ভালবাসি তোমায় শত বার।
বড় ভয় হয়
এবার হয়তো করবো জয় যা আছে জীবনে
বলবই এবার বার বার চিৎকার করে
জাগিয়ে দেবো পুরো পৃথিবীর মানব কূলে
বলব কেবল
আমি ভালবাসি,বাসছি,বাসবো।
