বাড়ি ফেরা হল না মাদরাসাছাত্র আতিকুল ইসলামের। মাদরাসার ছুটি উপলক্ষ্যে বাড়ি ফিরছিল সে। কিন্তু ফেরার পথেই বাসের ধাক্কায় প্রাণ গেল তার।
আজ বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানী ঢাকার গুলশানের নর্দা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত আতিকুল ইসলাম (১১) ময়মনসিংহ তারাকান্দা উপজেলার পাগলী গ্রামের মো. শহিদুল্লার ছেলে। সে ভাটারা পূর্ব নয়ানগর হাজী আব্দুর সাত্তার মাদরাসায় নুরানী বিভাগে পড়ত।
নিহতের বড় ভাই বলেন, মাদরাসা থেকে ১০ থেকে ১২ জন ছাত্র ছুটিতে একসঙ্গে বাড়ি যাচ্ছিলেন। পথে নর্দা ফুটওভার ব্রিজের নিচে রাস্তার পার হওয়ার সময় নতুনবাজারগামী একটি বাস আতিকুলকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।
তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এরপর ঢামেকের কর্তব্যরত চিকিৎসক সকাল ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
