Saturday, October 20, 2018

প্রিন্সিপালের মৃত্যুতেও জ্বলছেন তসলিমা


প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমানের মৃত্যুও অন্তরজ্বালায় পুড়ছেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। তিনি তার ভেরিফাইডে ফেসবুক পোস্টে অন্তরের বিষ ঢেলেছেন খোলাখুলিভাবেই। ছড়িয়েছেন বিদ্বেষ ও ক্ষোভের আগুন। তার সেই পোস্টে দ্য বাঙাল’র খবরের অংশবিশেষ উদ্ধৃত করেও প্রিন্সিপালের প্রতি ‘শ্লেষ’ ঝেরেছেন তিনি।
তসলিমা নাসরিন তার পোস্টে লিখেছেন, ‘ কী জন্য ব্যাটার পরিচিতি হয়েছিল? বলা হচ্ছেঃ ”১৯৯৪ সালে বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিনের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়ে সারাদেশে ব্যাপক পরিচিতি পান প্রিন্সিপাল মাওলানা হাবিবুর রহমান। তার সংগঠন সাহাবা সৈনিক পরিষদের ব্যানারে ওই সময় সিলেটে অসংখ্য সভা-সমাবেশ করা হয়। এ ছাড়া দেশের নাস্তিক-মুরতাদবিরোধী আন্দোলনে সব সময়ই তিনি অগ্রণী ভূমিকা রেখেছেন”।’
এরপর তসলিমা লিখেছেন, ‘আমার মাথার মূল্য ঘোষণা করেছিল ফতোয়াবাজ লোকটি। বাংলাদেশের আইনে ফতোয়া নিষিদ্ধ। কারও মাথার মূল্য ঘোষণা করা ক্রিমিনাল অফেন্স। কিন্তু লোকটিকে কোনও সরকারের আমলেই গ্রেফতার করা হয়নি। বরং একে দলে টানার জন্য প্রতিটি রাজনৈতিক দলই মুখিয়ে ছিল। একটা ক্রিমিনাল রাজা বাদশাহর মতো বেঁচে ছিল বাংলাদেশে। তার মৃত্যুতে এখন চারদিকে শোকের ছায়া। ওই দেশ আমার নয়, ওই দেশ ওদের।’

মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা

"এক জাতি, এক ভূমি"- এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ্‌ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায় সেই একই ...

জনপ্রিয় পোস্টসমূহ