![]() |
লেখক : মাহবুব বিন হাবীব
বাংলা ১৩৫০ সনের দুর্ভিক্ষ আমি দেখিনি, দেখিনি ঘড়ের লজ্জাবতি নারীদের চুরি করতে,শুনিনি সরকারী লঙ্গরখানায় কঙ্কালসার মানুষদের চেঁচামেচি।পাইনি ক্ষুধায় মরে যাওয়া পঁচা লাশের গন্ধ।
তবে আমি পড়েছি; পড়েছি আর অনুভব করেছি।
লজ্জা পেয়েছি ঘরের ঝি-বউরা পর্যন্ত ছিচকে চুরির করার জন্য।
শুনেছি লঙ্গরখানায় সম্ভ্রান্ত পরিবারের চেঁচামেচি।
মানুষ পঁচার গন্ধও আমি পেয়েছি।
রাস্তায় নেমে হাত পেতে থাকা কঙ্কালসার বাচ্চাটিকে দেখে মেলাবার চেষ্টা করেছি!!
ফলাফল ; পার্থক্য পাইনি।শুধু এতটুকু ;সেটা ১৩৫০ আর এটা ১৪২৫।
তখন শোষক ছিল ইংরেজ ফিরিঙ্গিবাজ এখন শোষক হলেন স্বদেশীয় বাঙ্গালি।
কিন্তু আফসোসের কথা ; লোকে জানে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি।


No comments:
Post a Comment