Saturday, April 14, 2018

মধ্যম আয়ের দেশ


বাংলা ১৩৫০ সনের দুর্ভিক্ষ আমি দেখিনি, দেখিনি ঘড়ের লজ্জাবতি নারীদের চুরি করতে,শুনিনি সরকারী লঙ্গরখানায় কঙ্কালসার মানুষদের চেঁচামেচি।
পাইনি ক্ষুধায় মরে যাওয়া পঁচা লাশের গন্ধ।
তবে আমি পড়েছি; পড়েছি আর অনুভব করেছি।
লজ্জা পেয়েছি ঘরের ঝি-বউরা পর্যন্ত ছিচকে চুরির করার জন্য।
 শুনেছি লঙ্গরখানায় সম্ভ্রান্ত পরিবারের চেঁচামেচি।
মানুষ পঁচার গন্ধও আমি পেয়েছি।



 রাস্তায় নেমে হাত পেতে থাকা কঙ্কালসার বাচ্চাটিকে দেখে মেলাবার চেষ্টা করেছি!!
 ফলাফল ; পার্থক্য পাইনি।শুধু এতটুকু ;সেটা ১৩৫০ আর এটা ১৪২৫। 
তখন শোষক ছিল ইংরেজ ফিরিঙ্গিবাজ এখন শোষক হলেন স্বদেশীয় বাঙ্গালি। 
কিন্তু আফসোসের কথা ; লোকে জানে আমরা মধ্যম আয়ের দেশে উন্নিত হয়েছি।

No comments:

Post a Comment

মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা

"এক জাতি, এক ভূমি"- এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ্‌ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায় সেই একই ...

জনপ্রিয় পোস্টসমূহ