Saturday, April 21, 2018

তপ্ত বালু


খু ব বলতে ইচ্ছে করছে।
 অনেক লেখতেও ইচ্ছে করছে।
বহু কথা জমা আছে।
হাতে মাশাল্লা জোড়ও আছে।
তবুও লিখবো না।
কিছু বলবো না! 

কীভাবে বলবো?! 
কী করে লিখবো?! 
কারবালার নির্মম কাহিনী লেখা হয়েছিল বলে ইতিহাস আজও সেই নির্মমতাকে সাক্ষ্য দিয়ে যাচ্ছে।
আমার এই কষ্টের কাহিনী হয়ত কোথাও লেখা হবে না।কিন্তু আজীবন আমার হৃদয়ে আজকের এই কারবালার ঘটনাটা মরুসাইমুমের তপ্ত বালু উড়িয়ে যাবে।
লেখক: মাহবুব বিন হাবীব

No comments:

Post a Comment

মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা

"এক জাতি, এক ভূমি"- এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ্‌ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায় সেই একই ...

জনপ্রিয় পোস্টসমূহ