আ জ আমি নির্ভয়।
আজ আমি স্বাধীন।
আজ আমি নিঃশ্বাস নেব মুক্ত বাতাসে।
স্বাধীনভাবে।
আজ তুমি আর পারবে না আমার কণ্ঠরোধ করতে,পারবে না অপরাধের শৃঙখলে আবদ্ধ করতে।
হয়ত তুমি ব্যর্থ চেষ্টা করতে পারো,তবে কোনো লাভ হবে না।
কারণ আজ যে আমি মুক্ত।
আজ যে আমি স্বাধীন।
এই স্বাধীনতার অপেক্ষায় কেটে গেছে কতগুলো দিন!! কিন্তু পারিনি; অন্ধকার পঁচা আর স্যাঁতস্যাঁত ওই প্রকোষ্ঠেই আমাকে ধিক্কারের বোঝা নিয়ে দিন পার করতে হয়েছে।
লেখক: মাহবুব বিন হাবীব

No comments:
Post a Comment