Tuesday, April 24, 2018

একটু ভাবুন... (২)


পূর্ব তিমুর।কিছুদিন পূর্বেও এটি ছিল বর্ত্তমান বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র। ইন্দোনেশিয়ার একটি সমৃদ্ধ প্রদেশ। এখানেও একসময় মুসলিম জনগোষ্ঠী ছিল সংখ্যাগরিষ্ঠ। এরপর রহস্যময় এক কারণে দিন-দিন খৃস্টানদের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল। এক সময় এই প্রদেশটিকে ঘিরে উঠলো স্বাধীন খৃস্টানরাজ্যের দাবী! অতঃপর বিদ্রোহ ও সংঘর্ষ।

 ২০০৩। মার্চ মাসের ২০ তারিখ। সারা বিশ্বের মানুষ একটি আশ্চর্য সংবাদ শুনলো - "জাতিসংঘের নগ্ন হস্তক্ষেপে স্বাধীনতা লাভ করেছে পূর্ব তিমুর! বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্রের হৃদপিণ্ডের উপর গজিয়ে উঠেছে এক স্বাধীন খৃস্টানরাজ্য!!''
















কিন্তু তারপর?? তারপর কী হয়েছিল সেখানে?? 
স্বাধীনতা প্রাপ্তির কয়েক ঘন্টা সেখানে মুসলিম জনসাধারণের উপর বয়ে গিয়েছিল গণহত্যার এক অচিন্তনীয় ঝড়। মাত্র দু'ঘন্টায় গণহত্যার শিকার হতে হয়েছিল ১০ হাজারের অধিক মুসলমানকে!!! যে গণহত্যা থেকে রক্ষা পায়নি সেদিন মুসলিম মায়েদের গর্ভে থাকা বাচ্চাটি পর্যন্ত! 
কেন হয়েছিল এমনটি? 
কী ছিল সেই রহস্যময় কারণ; যার কারণে দিন-দিন সেখানে খৃস্টানদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল??
   পূর্বের অংশ                                                      চলবে

1 comment:

মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা

"এক জাতি, এক ভূমি"- এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ্‌ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায় সেই একই ...

জনপ্রিয় পোস্টসমূহ