স্পেন।আরবরা যাকে আদর করে বলতো আন্দালুসিয়া। ঈসায়ী অষ্টম শতাব্দীর শুরু থেকে নিয়ে পনের শতকের শেষ পর্যন্ত যে দেশটির পরিচয় ছিল মুসলিম স্পেন নামে। ১৬১০ খৃস্টাব্দে মুসলিম পরিচয় ধারণকারী সর্বশেষ লোকটিকে সে দেশ থেকে বের করে দেয়ার পূর্বে সূদীর্ঘ আট শতাব্দী পর্যন্ত যে দেশের বৃহত জনগোষ্ঠী ছিল মুসলমান। ততকালীন বিশ্বের সর্ববৃহৎ "কর্ডোভা জামে মসজিদ" আজো আর বুকে দণ্ডায়মান। যে ভূমির আলেমসমাজ এক সময় নেতৃত্ব দিয়েছিল সমগ্র ইউরোপের জ্ঞান-বিজ্ঞানের ।

এ বাংলার মত যার প্রতিটি রাতের সমাপ্তি ঘটতো একসময় আল্লাহু আকবারের সুমধুর ধ্বনিতে।এ দেশের ইখতিয়ারউদ্দিন মোহাম্মাদ বখতিয়ার শাহজালাল ও শাহ পরানের মত লাখো শহীদ-গাজী,পীর-আউলিয়ার দেহ মিশে আছে আজো যে দেশের মাটিতে।
তারপরও....,?
এত কিছুর পরও সে দেশ থেকে কেন আমাদেরকে বিতাড়িত হতে হয়েছিল???
তারপরও....,?
এত কিছুর পরও সে দেশ থেকে কেন আমাদেরকে বিতাড়িত হতে হয়েছিল???

No comments:
Post a Comment