Monday, April 16, 2018

আধুনিক ভালোবাসা


বন্ধুত্ব এখন ফ্যাশন। ভালোবাসা ফ্যাশনেবল আইটেম। পাঁচ-ছয়জন বন্ধু না নিয়ে ঘুড়লে যেন ব্যক্তিত্বই যাহের হয় না।আপনি যে কেউকেটা, এটা বোঝানোর জন্য দশ-পনেরোজন বন্ধু নিয়ে না ঘুড়লে হয়! সবার বন্ধু আছে আপনারও একটা থাকা প্রয়োজন। ব্যস! হ্যান্ডসাম দেখে একটা মানুষ খুঁজে  আর পকেটে "মালটাল" থাকলেতো কথাই নাই। ফূর্তি করো। মাস্তি করো।টাইম পাছ।
বন্ধুতে বিপদে পড়েছে; হয়ত চক্ষুলজ্জায় এতটুকু বলতে পারে;-খোদার কাছে দোয়া কর,টেনশন নিছ্না। 
অথবা এতটুকুও নাও বলতে পারে। 
আবার সন্ধান।নতুন কোনো মালদার বন্ধুর খোঁজে.........


এবার আসা যাক কপোত-কপোতির কথায় .... 
"আমি তোমাকে আমার প্রাণের চাইতেও বেশী ভালোবাসি~~~~~ "
"লক্ষীটি রাগ করে না ~~~~~"
" যতদিন এদেহে প্রাণ আছে, ততদিন এ দেহমন জুড়ে শুধু তুমি~~~~" 
বোটানিক্যাল গার্ডেন, রমনাপার্ক,টিএসসি মোড়ে কান পাতলে ইথারে ভেসে আসা এরকম হাজারো লাইলি-মজনু মার্কা কথা শুনতে পাবে।তুমি হয়তো ভাবতে পারো, যে দেশে "যত্রতত্র" ভালোবাসার ছড়াছড়ি সে দেশে কি ডিভোর্সের মত ঘটনা, স্ত্রী স্বামীকে গলাটিপে হত্যা,প্রেমিক প্রেমিকাকে সাতাশ টুকরো করার কত জঘন্য ঘটনা ঘটতে পারে!!! অসম্ভব!!! 
আরে! যদি এই সমস্ত মানুষগুলোর অন্তর খুলে তোমার সামনে রাখা হয়,তাহলে.... বমি করবে!!
লেখক :মাহবুব বিন হাবীব

No comments:

Post a Comment

মুসলিম উম্মাহ্‌র অধঃপতনে জাতীয়তাবাদের ভূমিকা

"এক জাতি, এক ভূমি"- এই চেতনা ও আদর্শে উজ্জীবিত হয়ে একদা যে মুসলিম উম্মাহ্‌ পরিণত হয়েছিল বিশ্বের প্রভাবশালী সভ্যতায় সেই একই ...

জনপ্রিয় পোস্টসমূহ